ফেসবুক মার্কেটিং

আপনার বিজনেস Scale করুন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে

Awareness বৃদ্ধি করুন

আপনার ব্যবসার সাথে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করুন।

Consideration Build করুন

প্রাসঙ্গিক বিষয়বস্তু দিয়ে আপনার Audience কে Enagage এবং Expand করুন।

Sales বৃদ্ধি করুন

আপনার Product বিক্রি করে এবং Store visit Secure করে Proper Sales Funnel তৈরি করে আপনার Sales বৃদ্ধি করুন।

বাংলাদেশের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ফেসবুক

বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ Actively ফেসবুক ব্যবহার করে। লক্ষণীয় বিষয় হল যে কেবলমাত্র ৮০ শতাংশ  জনসংখ্যাই Facebook এ নয়, তাদের একটি উল্লেখযোগ্য অংশ দিনে ২-৩ ঘন্টা এতে অতিবাহিত করে।

এই ব্যাপক ব্যবহারকারী বেস আপনার Targeted Audience নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট অংশ আপনার Targeted Audience। সমস্ত সামাজিক নেটওয়ার্কগুলির মধ্যে, Facebook ব্যবহারকারীরা একে সর্বাধিক Related এবং Interesting Ad দেখায় বলে  Rating দিয়েছেন।

 Ad Campaign বিভিন্ন বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পছন্দসই দর্শকদের লক্ষ্য করতে পারে বলে এটি বাংলাদেশের যেকোনো ব্র্যান্ডের এটি First Advertising Choice। 

আমাদের ফেসবুক মার্কেটিং সার্ভিসগুলো

Analytics

আমরা Data Tracking Tools ব্যবহার করি যাতে আমরা Campaign এর Insight সমূহ পেতে পারি । যাতে Ultimately Strategy উন্নত করতে পারি।

Audience নির্ধারণ

Facebook-এর টার্গেটিং এর সর্বোত্তম ব্যবহার করে আমরা আপনার দর্শকদের সনাক্ত করতে এবং Targeting করতে পারি।

Strategy

আমরা একটি কার্যকর Facebook মার্কেটিং Strategy তৈরি করতে এবং প্রয়োগ করতে পারি যা বিশেষভাবে আপনার বিজেনেসের Goal পূরণ করে।

Monitoring

আমরা আপনার Facebook Page এবং Campaign গুলো সঠিকভাবে  Monitor করি , পপ আপ হওয়া যে কোনও Opportunity বা issue কে সমাধান করতে পারি।

Paid Ads

আপনার Reach Expand করার সর্বোত্তম উপায় হলো Paid Ads. আমরা Format নির্বাচন থেকে Final Analysis পর্যন্ত Testing করি, যাতে আপনার Campaign সম্পূর্ণরূপে অপ্টিমাইজ হয়।

আমাদের ফেসবুক মার্কেটিং Team

Transparent

আমরা শেয়ার করতে চাই কিভাবে আমরা একটি অনলাইন শপের বিক্রয় ৪০% বৃদ্ধি করেছি, বা কীভাবে আমাদের Ad এর মাধ্যমে তারা শত শত নতুন সেল পেয়েছে।

Experienced

আমাদের টিম দেশের বিভিন্ন জায়গায় সফল্ভাবে বিভিন্ন Ad Campaign চালিয়েছে। আমরা তিন বছর ধরে এই ফিল্ডে সফল্ভাবে কাজ করে যাচ্ছি।

আমরা কি হিসাবে চার্জ করি?

আমাদের চার্জ করার পদ্ধতি অন্যানা এজেন্সিদের থেকে ভিন্ন। আপনি অনেক পাবেন যারা ডলার রেটে আপনাকে চার্জ করবে। কেউ ১৪০টাকা/ডলার , কেউ আবার ১৫০ টাকা/ ডলার চার্জ্ করে। যদি বিদেশে একটু খোজ নেন তাহলে জানতে পারবেন যে ওরা Monthly একটা চার্জ নেয়। যাই হোক, এগুলোর কোনটাই আমাদের বিজনেস মডেল না। এগুলার কোনটাতেই তারা আপনাকে সেলের কোন নিশ্চয়তা দিবে না। এমন হলে কেমন হয়, কেউ যদি সেল করার উপর আপনাকে চার্জ করে তাহলে কেমন হয়? অর্থাৎআপনার থেকে তখনই টাকা নেওয়া হবে যখন আমরা সেল জেনারেট করতে পারবো। আমরা ঠিক এমনি একটি মডেল সম্পর্কে চিন্তা করেছি। ফেসবুকের রিটার্ন রেশিও হলো ৫ঃ১ । অর্থাৎ, আপনি যদি ফেসবুকে ১০০ টাকা খরচ করেন তাহলে আপনি ৫০০ টাকার প্রডাক্ট সেল করতে পারবেন। মনে করুন ,আপনি ১০০ ডলারের এড রান করলেন এবং আমরা ৫০০ ডলারের সেল জেনারেট করলাম। তাহলে আমরা ৫০০ ডলারের উপর একটা অংশ নিবো, আর তা হলো ৭%। অর্থাৎ , আমরা ৫০০ ডলারের প্রডাক্ট সেল করে ৫০০ ডলারের উপর ৭% অর্থাৎ ৫০০*৭%=৩৫$ নিবো। তাহলে আপনি আমাদেরকে এড চালানো শুরু করার আগে (১০০+৩৫)$ =১৩৫$ পে করবেন।

উল্লেখ্য যে, প্রপারলি ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার একটি ওয়েবসাইট আবশ্যক। কি কারণে ওয়েবসাইট আবশ্যক তা জানতে এখানে ক্লিক করুন। আমরা ওয়েবসাইট ছাড়া এড রান করি না। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমি বলবো একটি ওয়েবসাইট বানিয়ে নিন। এই ওয়েবসাইট এডের খরচ অনেকটা কমাতে সাহায্য করে। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট প্যাকেজগুলো ভিজিট করতে পারেন। ওয়েবসাইট যার থেকেই বানান সেটি যেন মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট হয়।

আপনি যদি এখন ওয়েবসাইট বানাতে না চান বা বাজেট না থাকে এই মুহূর্তে ,তাহলে আমাদের ওয়েবসাইটে (Online Store) আপনার প্রডাক্ট লিস্টিং করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই সবকিছু করা হবে। প্রথম ১৫ দিনের জন্য ফ্রিতে প্রডাক্ট রাখতে পারবেন। তারপর থেকে প্রত্যাক মাসে এ আপনাকে ১ হাজার টাকা পেমেন্ট করতে হবে। আমাদের Online store ভিজিট করতে ক্লিক করুন 

Open chat
1
Scan the code
সুখবর!
আমাদের ফেসবুক মার্কেটিং সার্ভিসে ৭ দিনের জন্য ফ্রি মার্কেটিং ক্যাম্পেইন চলছে।
ফ্রি মার্কেটিং পেতে এখনই যোগাযোগ করুন।