আমাদের বিজনেস মডেলটা আসলে কি?

আমাদের বিজনেস মডেল সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, চলুন বিস্তারিত জানি।

আমাদের দেশে অনেক এড এজেন্সি আছে যারা একেকজন একেকভাবে সার্ভিস দিয়ে থাকে। কেউ কেউ আপনি যা Spend করবেন তার উপর প্রতি ডলারে চার্জ করে। মানে প্রতি ডলার ১৪০ টাকা/ ১৫০ টাকা এরকম। আবার আরেক ধরনের এজেন্সি আছে যারা বিভিন্ন প্যাকেজ বানিয়ে রাখে যেমন ১০ ডলারের প্যাকেজ এত টাকা, ২০ ডলারের প্যাকেজ এত টাকা ইত্যাদি। বিদেশে সাধারণত যেটা হয় এজেন্সিগুলো Monthly Base এ চার্জ নেয়। আপনি কত টাকা খরচ করছেন ম্যাটার করে না।

আমাদের বিজনেস মডেল এগুলোর একটাও না। আমাদের বিজনেস মডেল এগুলো থেকে ভিন্ন। আচ্ছা, আপনি যাদের থেকে প্রতি ডলার রেটে সার্ভিস নিচ্ছেন বা প্যাকেজ সার্ভিস নিচ্ছেন তারা কি আপনার সেলের কোন গ্যারেন্টি দিচ্ছে? কম বা বেশী সেল হলে কি তাদের কোন লাভ-লস আছে? নেই তাই তো? আমরা এরকম একটি মডেল দার করিয়েছি যেটি সবার জন্য একটি Win-Win Situation তৈরি করে। আমরা ভাবলাম যে আপনি যা স্পেন্ড করবেন তার উপরে চার্জ না করে যদি আমরা আপনাকে যা জেনারেট করে দিবো তার উপর চার্জ করি তাহলে কেমন হয়? জি ঠিকই শুনছেন। আমরা আপনাকে তখনই চার্জ করি যখন আপনার সেল হয়। চলুন একটু উদাহরন দেই তাহলে বুঝতে সুবিধা হবে।


মনে করেন আপনি ১০ ডলারের এড রান করতে চান, ফেসবুকের Average Return Ratio হলো ১:৫, অর্থাৎ আপনি ফেসবুকে ১ ডলার খরচ করলে ৫ ডলারের প্রডাক্ট সেল করতে পারবেন। তাহলে ১০ ডলারের এড চালালে আমরা প্রায় ৫০ ডলারের প্রডাক্ট সেল করতে পারবো। এখন আমরা আপনাকে ৫০ ডলারের উপর একটি নির্দিষ্ট অংশ চার্জ করবো। আর সেটা হলো ৭%, তার মানে আমরা ৫০*৭%=৩.৫ ডলার চার্জ করবো। অর্থাৎ, এড রান শুরু করার আগে Total= ১০+৩.৫= ১৩.৫ ডলার পেমেন্ট করবেন।

একটি বিষয় বলে রাখি, আমরা যাদের জন্য এড রান করি তাদের নির্দিষ্ট কয়েকটি Criteria পার করতে হয়। যেমন আপনার একটি ওয়েবসাইট থাকা লাগবে যেখানে আপনি আপনার প্রডাক্ট সেল করতে পারেন। আপনার ওয়েবসাইট না থাকলে আমাদের ওয়েবসাইটে আপনার প্রডাক্ট রেখে সেল করতে পারেন যার প্রথম ১৪ দিন আপনি ফ্রিতে পাবেন। এরপর থেকে আমাদের ওয়েবসাইটে আপনার প্রডাক্ট রেখে সেল করতে চাইলে আপনাকে প্রত্যক মাসে ১ হাজার টাকা পেমেন্ট করতে হবে। আরো বেশ কিছু Criteria রয়েছে যেগুলো আমরা মিটিং এর সময় আলোচনা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Scan the code
সুখবর!
আমাদের ফেসবুক মার্কেটিং সার্ভিসে ৭ দিনের জন্য ফ্রি মার্কেটিং ক্যাম্পেইন চলছে।
ফ্রি মার্কেটিং পেতে এখনই যোগাযোগ করুন।