অনলাইন বিজনেসের জন্য যেসব কারণে ওয়েবসাইট আবশ্যক-
অনলাইন বিজনেসের জন্য ওয়েবসাইট একটি অতি প্রয়োজনীয় জিনিস। আপনি ভাবছেন যে ওয়েবসাইট কিভাবে আপনার বিজনেসে Help করবে, তাই না? চলুন একসাথে জানি-
বাংলাদেশে ৯০ শতাংশ মানু্ষ আমরা যারা ফেসবুকে এড চালাই তারা Campaign Objective Select করি Messenger এ ম্যাসেজ পাওয়া। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে এড চালানোর ফলে প্রচুর ম্যাসেজ পেয়েছেন কিন্তু সেল পাননি বা খুব কম পেয়েছেন? কয়েকটা বিষয় আপনাদের সাথে Clear করি, হয়তো আপনি বিশ্বাস করবেন না । আপনি ফেসবুকের কাছে যা চান ফেসবুক আসলে আপনাকে তাই দিবে। আপনি যখন Engagement Campaign এ Message এড চালান তখন ফেসবুকের মূল লক্ষ্য থাকে আপনাকে কিভাবে বেশী ম্যাসেজ দেওয়া যায়। তখন সে আপনার এড তাদেরকে দেখায় যারা এইসব পেজ এ বেশী ম্যাসেজ করে। একইভাবে আপনি যদি Awareness Campaign চালান তাইলে প্রচুর মানু্ষ আপনার এড দেখবে কিন্তু সেল তেমন আসবে না। একই কথা Traffic, lead এবং App promotion এডের জন্যও সত্য। নিচের ছবিটিতে লক্ষ্য করুন। আমরা Same প্রডাক্ট, Same targeting, Same ad video এবং Content দিয়ে এড চালাই। এক কথায় Campaign Objective মানে Campaign Goal ছাড়া বাকি সবই Same। আমরা Awareness, Traffic, Engagement, lead এবং Sales ad চালাই। পার্থক্যটা দেখছেন? জি ঠিকই দেখছেন। আমরা প্রত্যকটা Objective এর জন্য প্রায় 4 ডলারের এড চালাই, যেখানে আমরা Sales Objective থেকে 4$ খরচ করে 7 টি সেল পেয়েছি, সেখানে আমরা অন্যান্য Campaign থেকে 1টি ,2টি , 3টি করে সেল পেয়েছি। আপনি যখন Sales Ad চালান তখন ফেসবুকের টার্গেট থাকে আপানকে সেল জেনারেট করে দেওয়া। তাই তখন অন্যান্য Objective থেকে বেশী সেল পাওয়া যায়।
আচ্ছা মনে করেন আপনি ফেসবুকে Messege Campaign চালালেন,আপনার এড এমন এক ব্যক্তির সামনে গেলো যার এখন প্রডাক্টটি দরকার নেই, তবে এক মাস পর প্রয়োজন। তাকে আপনি কিভাবে Retarget করবেন? ম্যাসেঞ্জারে এড চালানো হলে তাকে কোনভাবেই Track করা সম্ভব নয়। তবে আপনি যদি সেলস এড চালান তাহলে তাকে বেশ কয়েকভাবে Retarget করা যায়। যেমন মনে করেন কেউ আপনার প্রডাক্টটি দেখে এড টু কার্ট করে রাখলো কিন্তু কিনলো না বা কোন ফরম ফিলাপ করলো বা নির্দিষ্ট কোন পেজ ভিজিট করলো, তাহলে আপনার কাছে সুযোগ থাকে যে আপনি তাদের পুনরায় এড দেখিয়ে অল্প টাকায় সেল করতে পারবেন। এজন্য Retargeting Campaign কে সবচেয়ে Most Profitable Campaign বলা হয়। কারণ তারা Already আপনাকে চিনে, তাদেরকে যখন আপনার এডটি বারবার দেখাতে থাকবেন তখন তারা আপনার প্রডাক্টটি কিনেই ফেলবে। এমনকি আপনি ফেসবুককে এমনও বলতে পারবেন যে গত ৩০ দিনে যারা আমার স্টোর থেকে প্রডাক্ট ক্রয় করেছে তাদের মত লোকদেরকে এড দেখাতে। আর এগুলো ঠিক মতো Maintain করলে ফেসবুকের Ad cost অনেক কমে যায়। ওয়েবসাইটের এরকম অনেক উপকারিতা রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না।
এরকম আরো শত শত উপকারিতা রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করলে যেগুলো বলে শেষ করা যাবে না।